বিচারকর্তৃগণ 9:32 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)32 আর দেখুন, তাহারা আপনার বিরুদ্ধে নগরে কুপ্রবৃত্তি দিতেছে। অতএব আপনি ও আপনার সঙ্গে যে সকল লোক আছে, আপনারা রাত্রিতে উঠিয়া ক্ষেত্রে লুকাইয়া থাকুন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস32 অতএব আপনি ও আপনার সঙ্গে যেসব লোক আছে, আপনারা রাতে উঠে ক্ষেতে লুকিয়ে থাকুন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ32 তাই এখন, রাতের বেলায় আপনাকে ও আপনার লোকজনদের আসতে হবে ও ক্ষেতে লুকিয়ে অপেক্ষা করতে হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)32 আপনি আপনার লোকজন নিয়ে রাতারাতি প্রান্তরে গিয়ে লুকিয়ে থাকুন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)32 অতএব আপনি ও আপনার সঙ্গে যে সকল লোক আছে, আপনারা রাত্রিতে উঠিয়া ক্ষেত্রে লুকাইয়া থাকুন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল32 তাই আজ রাত্রেই আপনি অবশ্যই আপনার লোকদের নিয়ে শহরের বাইরে মাঠের মধ্যে লুকিয়ে থাকবেন। অধ্যায় দেখুন |