বিচারকর্তৃগণ 9:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 আর তাহার মাতার আত্মীয়েরা তাহার পক্ষে শিখিমের সকল গৃহস্থের কর্ণগোচরে ঐ সমস্ত কথা কহিলে অবীমেলকের অনুগামী হইতে তাহাদের মনে প্রবৃত্তি হইল; কেননা তাহারা বলিল, উনি আমাদের আত্মীয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 আর তার মায়ের আত্মীয়েরা তার পক্ষে শিখিমের সকল গৃহস্থের কর্ণগোচরে ঐ সমস্ত কথা বললে পর আবিমালেকের অনুগামী হতে তাদের মনে প্রবৃত্তি হল; কেননা তারা বললো, উনি আমাদের আত্মীয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 তার মায়ের আত্মীয়েরা তার এই কথাগুলি শিখিমের লোকদের কাছে বলাতে তারা অবীমেলকের অনুগামী হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করল, কারণ তারা বলল, “উনি তো আমাদের আত্মীয়।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 তার মায়ের জ্ঞাতিবর্গ তার হয়ে শেখেমের অধিবাসীদের কাছে এই সব কথা বলল। তার ফলে তারা অবিমেলেকের অনুগামী হওয়ার সঙ্কল্প গ্রহণ করল। তারা বলল, ইনি তো আমাদের আপনজন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 আর তাহার মাতার আত্মীয়েরা তাহার পক্ষে শিখিমের সকল গৃহস্থের কর্ণগোচরে ঐ সমস্ত কথা কহিলে অবীমেলকের অনুগামী হইতে তাহাদের মনে প্রবৃত্তি হইল; কেননা তাহারা বলিল, উনি আমাদের আত্মীয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 অবীমেলকের কাকা শিখিমের নেতাদের এই প্রশ্ন জিজ্ঞাসা করলেন। নেতারা অবীমেলককে অনুসরণ করা স্থির করল। নেতারা বলল, “যতই হোক্, অবীমেলক আমাদের ভাই।” অধ্যায় দেখুন |