বিচারকর্তৃগণ 9:23 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)23 পরে ঈশ্বর অবীমেলকের ও শিখিমের গৃহস্থদের মধ্যে এক মন্দ আত্মা প্রেরণ করিলেন, তাহাতে শিখিমের গৃহস্থেরা অবীমেলকের প্রতি বিশ্বাসঘাতকতা করিল; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস23 পরে আল্লাহ্ আবিমালেক ও শিখিমের গৃহস্থদের মধ্যে একটি মন্দ রূহ্ প্রেরণ করলেন, তাতে শিখিমের গৃহস্থেরা আবিমালেকের প্রতি বেঈমানী করলো; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ23 ঈশ্বর অবীমেলক ও শিখিমের নাগরিকদের মধ্যে এমন শত্রুতা উৎপন্ন করলেন যে তারা অবীমেলকের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23-24 তারপর ঈশ্বর অবিমেলেক ও তার সমর্থক শেখেমের অধিবাসী যারা যিরুব্বালের সত্তরজন পুত্রকে নৃশংসভাবে হত্যা করেছিল, তাদের কৃতকর্মের প্রতিফল দেওয়ার জন্য অবিমেলেক ও শেখেমের অধিবাসীদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করলেন। ফলে শেখেমের লোকেরা অবিমেলেকের প্রতি বিশ্বাসঘাতকতা করল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 পরে ঈশ্বর অবীমেলকের ও শিখিমের গৃহস্থদের মধ্যে এক মন্দ আত্মা প্রেরণ করিলেন, তাহাতে শিখিমের গৃহস্থেরা অবীমেলকের প্রতি বিশ্বাসঘাতকতা করিল; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল23-24 অবীমেলক যিরুব্বালের 70 জন পুত্রকে হত্যা করেছিলেন। তারা সকলেই ছিল অবীমেলকের নিজের ভাই। শিখিমের নেতারা তার এই অন্যায় কাজ সমর্থণ করেছিল। সেইজন্য ঈশ্বর অবীমেলক ও শিখিমের নেতাদের মধ্যে বিবাদ বাধিয়ে দিলেন। শিখিমের নেতারা কিভাবে অবীমেলককে জখম করা যায় তার মতলব করছিল। অধ্যায় দেখুন |