বিচারকর্তৃগণ 9:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)21 পরে যোথম দৌড়াইয়া পলায়ন করিল, সে বেরে গেল, এবং তাহার ভ্রাতা অবীমেলকের ভয়ে সেই স্থানে বাস করিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 পরে যোথম দৌড়ে পালিয়ে গেল, সে বের্ নামক একটি স্থানে গেল এবং তার ভাই আবিমালেকের ভয়ে সেই স্থানে বাস করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 পরে যোথম পালিয়ে গেলেন ও বেরে পৌঁছালেন এবং সেখানেই বসবাস করতে লাগলেন যেহেতু তিনি তাঁর ভাই অবীমেলককে ভয় পেয়েছিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 এই কথা বলে যোথাম তার ভাই অবিমেলেকের ভয়ে সেখান থেকে পালাল এবং বের-এ গিয়ে বাস করতে লাগল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 পরে যোথম দৌড়িয়া পলায়ন করিল, সে বেরে গেল, এবং তাহার ভ্রাতা অবীমেলকের ভয়ে সেই স্থানে বাস করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 এই বলে যোথম বের নগরে পালিয়ে গেল। সেখানে সে থাকতে লাগল, কারণ সে তার ভাই অবীমেলককে ভয় করত। অধ্যায় দেখুন |