বিচারকর্তৃগণ 9:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)16 এখন অবীমেলককে রাজা করাতে তোমরা যদি সত্য ও যথার্থ আচরণ করিয়া থাক, এবং যদি যিরুব্বালের ও তাঁহার কুলের প্রতি সদাচরণ করিয়া থাক, ও তাঁহার হস্তকৃত উপকারানুসারে তাঁহার প্রতি ব্যবহার করিয়া থাক- অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 এখন আবিমালেককে বাদশাহ্ করাতে তোমরা যদি সত্য ও যথার্থ আচরণ করে থাক এবং যদি যিরুব্বালের ও তাঁর কুলের প্রতি সদাচরণ ও তাঁর হস্তকৃত উপকার অনুসারে তাঁর প্রতি ব্যবহার করে থাক, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 “অবীমেলককে রাজা করে তোমরা কি সম্মানজনক ও যথার্থ আচরণ করেছ? তোমরা কি যিরুব্বায়াল ও তাঁর পরিবারের প্রতি সদাচরণ করেছ? তোমাদের এই ব্যবহার কি তাঁর প্রাপ্য ছিল? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 তোমরা কি অবিমেলেককে রাজপদে বরণ করে সঠিক এবং ন্যায়সঙ্গত কাজ করেছ? গিদিয়োন ও তাঁর পরিবারের প্রতি তোমরা কি বিশ্বস্ত আচরণ করেছ? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 এখন অবীমেলককে রাজা করাতে তোমরা যদি সত্য ও যথার্থ আচরণ করিয়া থাক, এবং যদি যিরুব্বালের ও তাঁহার কুলের প্রতি সদাচরণ করিয়া থাক, ও তাঁহার হস্তকৃত উপকারানুসারে তাঁহার প্রতি ব্যবহার করিয়া থাক; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 “এখন সত্যিই যদি তোমরা মনে প্রাণে অবীমেলককে রাজা করো, তাহলে তাকে নিয়ে সুখে থাকো। আর যদি তোমরা যিরুব্বাল ও তার পরিবারের প্রতি সুবিচার করেছ বলে মনে কর সে তো ভালই। অধ্যায় দেখুন |