বিচারকর্তৃগণ 8:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 আর তিনি সুক্কোতের লোকদিগকে কহিলেন, বিনয় করি, তোমরা আমার অনুগামী লোকদিগকে রুটি দেও, কেননা তাহারা শ্রান্ত হইয়াছে; আর আমি সেবহ ও সল্মুন্নের, মিদিয়নের দুই রাজার পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া যাইতেছি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 আর তিনি সুক্কোতের লোকদের বললেন, আরজ করি, তোমরা আমার অনুগামী লোকদের রুটি দাও, কেননা তারা পরিশ্রান্ত হয়েছে; আর আমি সেবহ ও সলমুন্নের, মাদিয়ানের দুই বাদশাহ্র পিছনে পিছনে তাড়া করে যাচ্ছি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 তিনি সুক্কোতের লোকদের বললেন, “আমার সৈন্যবাহিনীর লোকদের কিছু রুটি দাও; তারা শ্রান্ত-ক্লান্ত হয়ে পড়েছে, এবং এখনও আমি মিদিয়নের দুই রাজা, সেবহ ও সল্মুন্নার পশ্চাদ্ধাবন করে যাচ্ছি।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 সুক্কোতে পৌঁছাবার পর তিনি সেখানকার লোকদের বললেন, দয়া করে তোমরা আমার দলের লোকজনকে খাবার জন্য কিছু রুটি দাও, এরা খুবই ক্লান্ত। আমি মিদিয়নীদের রাজা সেবাহ্ ও সালমুন্নাকে তাড়া করে চলেছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 আর তিনি সুক্কোতের লোকদিগকে কহিলেন, বিনয় করি, তোমরা আমার অনুগামী লোকদিগকে রুটী দেও, কেননা তাহারা শ্রান্ত হইয়াছে; আর আমি সেবহ ও সল্মুন্নের, মিদিয়নের দুই রাজার পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া যাইতেছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 গিদিয়োন সুক্কোৎ শহরের অধিবাসীদের বললেন, “আমার সৈন্যদের তোমরা কিছু খেতে দাও। ওরা খুব পরিশ্রান্ত। আমরা এখনও মিদিয়নদের রাজা সেরহ আর সলমুন্নকে ধরতে পারি নি।” অধ্যায় দেখুন |