Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 8:28 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

28 এইরূপে মিদিয়ন ইস্রায়েল-সন্তানগণের সম্মুখে নত হইল, আর মাথা তুলিতে পারিল না। আর গিদিয়োনের সময়ে চল্লিশ বৎসর দেশ নিষ্কণ্টকে রহিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

28 এভাবে মাদিয়ান বনি-ইসরাইলদের সম্মুখে নত হল, আর মাথা তুলতে পারল না। আর গিদিয়োনের সময়ে চল্লিশ বছর দেশ বিশ্রাম ভোগ করলো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

28 এইভাবে মিদিয়ন ইস্রায়েলীদের কাছে বশীভূত হল এবং আর কখনও তারা মাথা তুলে দাঁড়াতে পারেনি। গিদিয়োনের জীবনকালে দেশে চল্লিশ বছর শান্তি বজায় ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

28 এইভাবে মিদিয়নীরা ইসরায়েলীদের দ্বারা পরাজিত হল, তারা আর মাথা তুলতে পারল না। গিদিয়োনের আমলে চল্লিশ বছর দেশে শান্তি বজায় ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

28 এইরূপে মিদিয়ন ইস্রায়েল-সন্তানগণের সম্মুখে নত হইল, আর মাথা তুলিতে পারিল না। আর গিদিয়োনের সময়ে চল্লিশ বৎসর দেশ নিষ্কন্টকে রহিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

28 মিদিয়নদের বাধ্য হয়েই ইস্রায়েলীয়দের প্রভুত্ব মেনে নিতে হল। ওরা আর কোন অশান্তি করল না। 40 বছর ধরে দেশে শান্তি ছিল। যতদিন গিদিয়োন বেঁচেছিলেন ততদিন পর্যন্ত শান্তি ছিল।

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 8:28
10 ক্রস রেফারেন্স  

হে সদাপ্রভু, তোমার সকল শত্রু এইরূপে বিনষ্ট হউক, কিন্তু তোমার প্রেমকারিগণ সপ্রতাপে গমনকারী সূর্যের সদৃশ হউক। পরে চল্লিশ বৎসর দেশ নিষ্কণ্টকে থাকিল।


এইরূপে চল্লিশ বৎসর পর্যন্ত দেশ নিষ্কণ্টক রহিল; পরে কনসের পুত্র অৎনীয়েলের মৃত্যু হইল।


আর বাহিনীগণের সদাপ্রভু তাহার বিরুদ্ধে কশা উত্তোলন করিবেন, যেমন ওরেব শৈলে মিদিয়নের হত্যাকাণ্ডে করিয়াছিলেন; এবং তাঁহার যষ্টি সাগরের উপরে থাকিবে, আর তিনি তাহা উত্তোলন করিবেন, যেমন মিসরে করিয়াছিলেন।


কারণ তুমি তাহার ভারের জোঁয়ালি, তাহার স্কন্ধের বাঁক, তাহার উপদ্রবকারীর দণ্ড ভাঙ্গিয়া ফেলিয়াছ, যেমন মিদিয়নের দিনে করিয়াছিলে।


এই প্রকারে মোয়াব সেই দিন ইস্রায়েলের হস্তের বশীভূত হইল। আর আশি বৎসর দেশ নিষ্কণ্টকে থাকিল।


পরে গিদিয়োন তাহা দিয়া এক এফোদ প্রস্তুত করিয়া আপন বসতি-নগর অফ্রাতে রাখিলেন; তাহাতে সমস্ত ইস্রায়েল সেই স্থানে সেই এফোদের অনুগমনে ব্যভিচারী হইল; আর তাহা গিদিয়োনের ও তাঁহার কুলের ফাঁদস্বরূপ হইল।


পরে যোয়াশের পুত্র যিরুব্বাল আপন বাটীতে গিয়া বাস করিলেন।


কেননা, দেখ, তোমার শত্রুগণ গর্জন করিতেছে, তোমার বিদ্বেষিগণ মস্তক তুলিয়াছে।


এই প্রকারে পলেষ্টীয়েরা নত হইল, এবং ইস্রায়েলের অঞ্চলে আর আসিল না। আর শমূয়েলের সমস্ত কালে সদাপ্রভুর হস্ত পলেষ্টীয়দের বিরুদ্ধে ছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন