বিচারকর্তৃগণ 8:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 পরে যোয়াশের পুত্র গিদিয়োন হেরসের আরোহণ পথ দিয়া যুদ্ধ হইতে ফিরিয়া আসিতেছিলেন, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 পরে যোয়াশের পুত্র গিদিয়োন হেরসের আরোহণ পথ দিয়ে যুদ্ধ থেকে ফিরে আসছিলেন, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 পরে যোয়াশের ছেলে গিদিয়োন যুদ্ধ সাঙ্গ করে হেরসের গিরিপথ ধরে ফিরে এলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 যোয়াশের পুত্র গিদিয়োন যুদ্ধ জয় করে হেরেসের গিরিপথ দিয়ে ফেরার পথে সুক্কোত নিবাসী একটি যুবককে ধরে জিজ্ঞাসাবাদ করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 পরে যোয়াশের পুত্র গিদিয়োন হেরসের আরোহন পথ দিয়া যুদ্ধ হইতে ফিরিয়া আসিতেছিলেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 তারপর যোয়াশের পুত্র গিদিয়োন ফিরে এলেন। তিনি এবং তাঁর লোকরা হেরসের গিরিপথ দিয়ে ফিরে এসেছিল। অধ্যায় দেখুন |