বিচারকর্তৃগণ 6:34 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)34 কিন্তু সদাপ্রভুর আত্মা গিদিয়োনে আবেশ করিলেন, ও তিনি তুরী বাজাইলেন, আর অবীয়েষ্রীয়েরা তাঁহার পশ্চাতে সমাগত হইল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস34 কিন্তু মাবুদের রূহ্ গিদিয়োনকে আবিষ্ট করলেন ও তিনি তূরি বাজালেন, আর অবীয়েষ্রীয়েরা তাঁর পিছনে জমায়েত হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ34 তখন সদাপ্রভুর আত্মা গিদিয়োনের উপর নেমে এলেন, এবং শিঙা বাজিয়ে তিনি অবীয়েষ্রীয়দের তাঁর অনুগামী হওয়ার জন্য ডাক দিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)34 তখন প্রভুর আত্মা গিদিয়োনের উপরে অধিষ্ঠিত হলেন এবং গিদিয়োন তুরী বাজিয়ে সঙ্কেত জানালেন। সঙ্কেত ধ্বনি শুনে অবিয়েষার গোষ্ঠীর লোকেরা তাঁর নেতৃত্বাধীনে সমবেত হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)34 কিন্তু সদাপ্রভুর আত্মা গিদিয়োনে আবেশ করিলেন, ও তিনি তূরি বাজাইলেন, আর অবীয়েষ্রীয়েরা তাঁহার পশ্চাতে সমাগত হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল34 প্রভুর আত্মা গিদিয়োনের ওপর ভর করলেন। তিনি তাকে প্রচণ্ড শক্তি দিলেন। গিদিয়োন অবীয়েষ্রীয় পরিবারকে আহ্বান করার জন্য শিঙা বাজাল। অধ্যায় দেখুন |