বিচারকর্তৃগণ 6:28 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)28 পরে প্রত্যুষে যখন নগরের লোকেরা উঠিল, তখন, দেখ, বালের যজ্ঞবেদি ভগ্ন ও তাহার পার্শ্বস্থ আশেরা ছিন্ন হইয়াছে, এবং নূতন যজ্ঞবেদির উপরে দ্বিতীয় বৃষটি উৎসর্গ করা হইয়াছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 পরে সকালবেলা যখন নগরের লোকেরা উঠলো, তখন, দেখ, বালের বেদী ভেঙ্গে ফেলা হয়েছে ও তার পাশের আশেরা কেটে ফেলা হয়েছে এবং নতুন কোরবানগাহ্র উপরে দ্বিতীয় ষাঁড়টি কোরবানী করা হয়েছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ28 সকালবেলায় নগরবাসীরা উঠে দেখল যে বায়ালদেবের বেদিটি ভেঙে ফেলা হয়েছে ও সেটির পাশে অবস্থিত আশেরা-খুঁটিটিও কেটে নামানো হয়েছে এবং সেই নবনির্মিত বেদির উপর দ্বিতীয় বলদটি উৎসর্গ করা হয়েছে! অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 পরের দিন ভোরে নগরর অধিবাসীরা দেখল, বেলদেবের বেদী ভাঙ্গা আর তার পাশের আশেরা কেটে ফেলা হয়েছে, আর একটি বদী তৈরী করে তার উপরে বৃষ উৎসর্গ করা হয়েছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 পরে প্রত্যূষে যখন নগরের লোকেরা উঠিল, তখন, দেখ, বালের যজ্ঞবেদি ভগ্ন ও তাহার পার্শ্বস্থ আশেরা ছিন্ন হইয়াছে, এবং নূতন যজ্ঞবেদির উপরে দ্বিতীয় বৃষটী উৎসর্গ করা হইয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 পরদিন সকালে শহরের লোকরা ঘুম থেকে উঠে দেখল, বালের বেদীটা শেষ হয়ে গেছে। তারা এটাও দেখল যে আশেরার খুঁটিও কেটে ফেলা হয়েছে। বালের বেদীর পাশেই ছিল সেই খুঁটি। সেই সঙ্গে তারা দেখলো গিদিয়োনের তৈরি সেই বেদীটা। বেদীর উপর বলি দেওয়া ষাঁড়টিও তাদের চোখে পড়লো। অধ্যায় দেখুন |