বিচারকর্তৃগণ 6:12 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)12 তখন সদাপ্রভুর দূত তাঁহাকে দর্শন দিয়া কহিলেন, হে বলবান বীর, সদাপ্রভু তোমার সহবর্তী। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 তখন মাবুদের ফেরেশতা তাঁকে দর্শন দিয়ে বললেন, হে বলবান বীর, মাবুদ তোমার সহবর্তী। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 সদাপ্রভুর দূত গিদিয়োনের কাছে আবির্ভূত হয়ে বললেন, “হে বলবান যোদ্ধা, সদাপ্রভু তোমার সহবর্তী।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 প্রভুর দূত তাঁর কাছে আবির্ভূত হয়ে বললেন, হে সাহসী বীর, পরমেশ্বর তোমার সহায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 তখন সদাপ্রভুর দূত তাঁহাকে দর্শন দিয়া কহিলেন, হে বলবান বীর, সদাপ্রভু তোমার সহবর্ত্তী। অধ্যায় দেখুন |
গিদিয়োন তাঁহাকে বলিলেন, নিবেদন করি, হে আমার প্রভু, যদি সদাপ্রভু আমাদের সহবর্তী হন, তবে আমাদের প্রতি এই সমস্ত কেন ঘটিল? এবং আমাদের পিতৃপুরুষেরা তাঁহার যে সমস্ত আশ্চর্য কার্যের বৃত্তান্ত আমাদিগকে বলিয়াছিলেন, সেই সমস্ত কোথায়? তাঁহারা কহিতেন, সদাপ্রভু কি আমাদিগকে মিসর হইতে আনয়ন করেন নাই? কিন্তু সম্প্রতি সদাপ্রভু আমাদিগকে ত্যাগ করিয়াছেন, মিদিয়নের হস্তে সমর্পণ করিয়াছেন।