বিচারকর্তৃগণ 5:28 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)28 সীষরার মাতা গবাক্ষ দিয়া চাহিল, সে বাতায়ন হইতে ডাকিয়া কহিল, তাহার রথ আসিতে কেন বিলম্ব করে? তাহার রথচক্র কেন মন্দ মন্দ চলে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 সীষরার মা জানালা দিয়ে চাইল, সে জানালা থেকে ডেকে বললো, তার রথ আসতে কেন বিলম্ব করে? তার রথের চাকা কেন ধীরে ধীরে চলে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ28 “খোলা জানালা দিয়ে সীষরার মা তাকিয়েছিলেন; জাফরির পিছন থেকে তিনি চিৎকার করেছিলেন, ‘তার রথ আসতে কেন এত দেরি হচ্ছে? কেন তার রথের ঘর্ঘর-ধ্বনি বিলম্বিত?’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 সিসেরা-জননী পথ চেয়ে বসেছিলেন বাতায়নে, চিৎকার করে উঠলেন তিনি, তার রথ ফিরতে দেরী করছে কেন? তার অশ্বের গতি কেন এত ধীর? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 সীষরার মাতা গবাক্ষ দিয়া চাহিল, সে বাতায়ন হইতে ডাকিয়া কহিল, তাহার রথ আসিতে কেন বিলম্ব করে? তাহার রথচক্র কেন মন্দ মন্দ চলে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 “সীষরার মা জানালা থেকে উঁকি দেয়। সীষরার মা পর্দা সরিয়ে তাকায় আর কাঁদে, ‘সীষরার রথ ফিরতে দেরী করে কেন? কেন আমি এখন অবধি তার মালগাড়ীর শব্দ শুনছি না?’ অধ্যায় দেখুন |