বিচারকর্তৃগণ 5:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 সবূলূন-প্রজাগণ প্রাণ তুচ্ছ করিল মৃত্যু পর্যন্ত, নপ্তালিও করিল ক্ষেত্রের উচ্চ উচ্চ স্থানে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 সবূলূনের লোকেরা প্রাণ তুচ্ছ করলো মৃত্যু পর্যন্ত, নপ্তালিও করলো ক্ষেতের উঁচু উঁচু স্থানে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 সবূলূন-প্রজারা নিজ জীবনের ঝুঁকি নিল; নপ্তালিও তাদের দেখাদেখি সোপানক্ষেত্রে তা করল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 কন্তু সবুলুন ও নপ্তালী গোষ্ঠীর লোকেরা রণক্ষেত্রে প্রাণ তুচ্ছ করে সংগ্রাম করল রণক্ষেত্রে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 সবূলূন-প্রজাগণ প্রাণ তুচ্ছ করিল মৃত্যু পর্য্যন্ত, নপ্তালিও করিল ক্ষেত্রের উচ্চ উচ্চ স্থানে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 “কিন্তু সমস্ত সবূলূনবাসী, নপ্তালি অধিবাসী পাহাড়ের গায়ে জীবনের বাজী রেখে প্রত্যেকে মহাসংগ্রামে মেতেছিল। অধ্যায় দেখুন |