বিচারকর্তৃগণ 5:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 ইষাখরের অধ্যক্ষগণ দবোরার সঙ্গী ছিলেন, ইষাখর যেমন বারকও তেমনি, তাঁহার পশ্চাতে তাঁহারা বেগে তলভূমিতে গেলেন। রূবেণের স্রোতঃসমূহের নিকটে গুরুতর চিত্তসংকল্প হইল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 ইষাখরের নেতৃবর্গ দবোরার সঙ্গী ছিলেন, ইষাখর যেমন বারকও তেমনি, তাঁর পিছনে তাঁরা বেগে উপত্যকায় গেলেন। রূবেণ-বংশধরদের কি করা উচিত তা চিন্তা করতে লাগল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 ইষাখরের নেতারা দবোরার সঙ্গী ছিলেন; হ্যাঁ, ইষাখর বারকেরও সঙ্গী ছিল, তাঁর আদেশে তাঁরা উপত্যকায় সবেগে ছুটে গেলেন। রূবেণের জেলাগুলিতে খুব অন্তর অনুসন্ধান হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 ইষাখর গোষ্ঠীর নেতারা যোগ দিল দেবোরা ও বারাকের সঙ্গে তাঁদের অনুসরণ করে ছুটে এল উপত্যকায়। কিন্তু রূবেণ কুলে দেখা দিল মতভেদ। তারা মনস্থির করতে পারল না — তারা আসবে কিনা! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 ইষাখরের অধ্যক্ষগণ দবোরার সঙ্গী ছিলেন, ইষাখর যেমন বারকও তেমনি, তাঁহার পশ্চাতে তাঁহারা বেগে তলভূমিতে গেলেন। রূবেণের স্রোতঃসমূহের নিকটে গুরুতর চিত্তসংঙ্কল্প হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 ইষাখরের নেতারা দবোরার সঙ্গে ছিল। ইষাখরের লোকরা বারকের প্রতি বিশ্বস্ত ছিল। দেখ, ঐ লোকরা কুচকাওয়াজ করে উপত্যকায় নামছে। “রূবেণ, তোমার সেনাদলে প্রচুর সাহসী সৈন্য আছে। অধ্যায় দেখুন |