বিচারকর্তৃগণ 5:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)11 ধনুর্ধরদের রব হইতে দূরে, জল তুলিবার স্থান সকলে, সেখানে কীর্তিত হইতেছে সদাপ্রভুর ধর্মক্রিয়া, ইস্রায়েলে তাঁহার শাসন সংক্রান্ত ধর্মক্রিয়া সমূহ; তখন সদাপ্রভুর প্রজাগণ নগর-দ্বারে নামিয়া যাইত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 ধনুর্ধ্বরদের কথা থেকে দূরে, পানি তুলবার স্থান সকলে, সেখানে কীর্তিত হচ্ছে মাবুদের ধর্মক্রিয়া, ইসরাইলে তাঁর শাসন সংক্রান্ত ধর্মক্রিয়াগুলো; তখন মাবুদের লোকেরা নগর-দ্বারে নেমে যেত। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 জলসেচনের স্থানে সেই গায়কদের রব। তারা সদাপ্রভুর বিজয় বর্ণনা করে, ইস্রায়েলের গ্রামবাসীদের বিজয়। “তখন সদাপ্রভুর প্রজাসকল নগরদ্বারে নেমে গেল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 ঐ শোন, ইঁদারার কাছে উঠছে সঙ্গীতধ্বনি, লোকে সেখানে গাইছে প্রভুর জয়গান, গাইছে ইসরায়েল জননায়কের বিজয় মহিমা। প্রভুর প্রজাবৃন্দ সমবেত হয়েছে নগর তোরণে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 ধনুর্দ্ধরদের রব হইতে দূরে, জল তুলিবার স্থান সকলে, সেখানে কীর্ত্তিত হইতেছে সদাপ্রভুর ধর্ম্মক্রিয়া, ইস্রায়েলে তাঁহার শাসন সংক্রান্ত ধর্ম্মক্রিয়া সমূহ; তখন সদাপ্রভুর প্রজাগণ নগরদ্বারে নামিয়া যাইত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 পশুরা যেখানে জল পান করে সেই চৌবাচ্চায় শুনি রণদামামার মহাসঙ্গীত ধ্বনি। লোকরা গায় প্রভুর বিজয়গীতি, ইস্রায়েলে তাঁর সৈন্যের জয় গৌরব গীতি যখন তাঁরই বাহিনী নগরদ্বারে করেছে যুদ্ধ আর তাদেরই কেবল শোন জয় জয়কার। অধ্যায় দেখুন |