বিচারকর্তৃগণ 5:1 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)1 সেই দিন দবোরা ও অবীনোয়মের পুত্র বারক এই গান করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 সেদিন দবোরা ও অবীনোয়মের পুত্র বারক এই গান করলেন: অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 সেদিন দবোরা এবং অবীনোয়মের ছেলে বারক এই গানটি গাইলেন: অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 সেই দিন দেবোরা ও অবিনোয়ামের পুত্র বারাক এই গাথাটি গেয়েছিলেনঃ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 সেই দিন দবোরা ও অবীনোয়মের পুত্র বারক এই গান করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 যেদিন ইস্রায়েলবাসীরা সীষরাকে পরাজিত করলো, সে দিন দবোরা আর অবীনোযমের পুত্র বারক এই গানটি গেয়েছিল: অধ্যায় দেখুন |