বিচারকর্তৃগণ 3:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)9 পরে ইস্রায়েল-সন্তানগণ সদাপ্রভুর উদ্দেশে ক্রন্দন করিল। তাহাতে সদাপ্রভু ইস্রায়েল-সন্তানগণের জন্য এক নিস্তারকর্তাকে- কালেবের কনিষ্ঠ ভ্রাতা কনসের পুত্র অৎনীয়েলকে- উৎপন্ন করিলেন; তিনি তাহাদিগকে নিস্তার করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 পরে বনি-ইসরাইল মাবুদের কাছে কান্নাকাটি করতে লাগল। তাতে মাবুদ বনি-ইসরাইলদের জন্য এক জন উদ্ধারকর্তাকে— কালেবের কনিষ্ঠ ভাই কনসের পুত্র অৎনীয়েলকে— উৎপন্ন করলেন; তিনি তাদের উদ্ধার করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 কিন্তু তারা যখন সদাপ্রভুর কাছে কেঁদে উঠল, তিনি তাদের জন্য এক রক্ষাকর্তাকে—কালেবের ছোটো ভাই কনসের ছেলে অৎনীয়েলকে—উত্থাপিত করলেন, যিনি তাদের রক্ষা করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 তারা তখন প্রভুর কাছে আর্ত আবেদন জানাল। তিই তাদের উদ্ধার করার জন্য একজন নেতার উত্থান ঘটালেন। ইনি হলেন কালেবের ছোট ভাই কেনাসের পুত্র অথ্নিয়েল। ইনি ইসরায়েলীদের উদ্ধার করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 পরে ইস্রায়েল-সন্তানগণ সদাপ্রভুর উদ্দেশে ক্রন্দন করিল। তাহাতে সদাপ্রভু ইস্রায়েল-সন্তানগণের জন্য এক নিস্তারকর্ত্তাকে-কালেবের কনিষ্ঠ ভ্রাতা কনসের পুত্র অৎনীয়েলকে-উৎপন্ন করিলেন; তিনি তাহাদিগকে নিস্তার করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 কিন্তু ইস্রায়েলীয়রা প্রভুর কাছে সাহায্যের জন্য কাঁদল। তখন প্রভু কালেবের কনিষ্ট ভ্রাতা কনসের পুত্র অৎনীয়েলকে তাদের রক্ষার জন্য পাঠালেন। অৎনীয়েল ইস্রায়েলীয়দের রক্ষা করলেন। অধ্যায় দেখুন |