বিচারকর্তৃগণ 21:25 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)25 তৎকালে ইস্রায়েলের মধ্যে রাজা ছিল না; যাহার দৃষ্টিতে যাহা ভাল বোধ হইত, সে তাহাই করিত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 সেই সময়ে ইসরাইলের মধ্যে বাদশাহ্ ছিল না; যার দৃষ্টিতে যা ভাল মনে হত, সে তা-ই করতো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 সেই সময় ইস্রায়েলে কোনও রাজা ছিলেন না; প্রত্যেকে, তাদের যা ভালো বলে মনে হত, তাই করত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 তখনকার দিনে ইসরায়েলীদের কোন রাজা ছিল না। সকলে স্বাধীনভাবে দিন যাপন করত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 তৎকালে ইস্রায়েলের মধ্যে রাজা ছিল না; যাহার দৃষ্টিতে যাহা ভাল বোধ হইত, সে তাহাই করিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 সেই সময় ইস্রায়েলীয়দের কোন রাজা ছিল না। তাই যে যা ঠিক মনে করত তাই করত। অধ্যায় দেখুন |
যে ব্যক্তি গো হনন করে, সে নরহত্যা করে; যে ব্যক্তি মেষশাবক বলিদান করে, সে কুকুরের গলা ভাঙ্গিয়া ফেলে; যে ব্যক্তি নৈবেদ্য উৎসর্গ করে, সে শূকরের রক্ত দেয়; যে ব্যক্তি সুগন্ধিধূপ জ্বালায়, সে মিথ্যাদেবের ধন্যবাদ করে; হাঁ, তাহারা আপন আপন পথ মনোনীত করিয়াছে, এবং তাহাদের প্রাণ আপন আপন ঘৃণার্হ বস্তুতে প্রীত হয়;