বিচারকর্তৃগণ 21:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)10 তাহাতে মণ্ডলীর বলবান লোকদের মধ্য হইতে বারো সহস্র লোককে সেই স্থানে পাঠাইল, আর তাহাদিগকে এই আজ্ঞা করিল, তোমরা যাও, যাবেশ-গিলিয়দ নিবাসীদিগকে স্ত্রীলোক ও বালক-বালিকাসুদ্ধ খড়্গধারে আঘাত কর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 তাতে মণ্ডলীর বলবান লোকদের মধ্য থেকে বারো হাজার লোককে সেই স্থানে পাঠাল, আর তাদেরকে এই হুকুম করলো, তোমরা যাও, যাবেশ-গিলিয়দ নিবাসীদেরকে স্ত্রীলোক ও বালক-বালিকাদের তলোয়ার দ্বারা আঘাত কর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 অতএব জনসমাজ 12,000 যোদ্ধাকে নির্দেশ দিয়ে পাঠাল যেন তারা যাবেশ-গিলিয়দে যায় এবং মহিলা ও শিশুসহ সেখানে বসবাসকারী সব লোককে তরোয়াল দিয়ে হত্যা করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 তখন সমবেত ইসরায়েলীদের পক্ষ থেকে বারো হাজার যোদ্ধাকে পাঠানাে হল এবং তাদের নির্দেশ দেওয়া হল, তোমরা গিয়ে ইয়াবেশ-গিলিয়দের অধিবাসীদের বধ করবে। নারী ও শিশুদেরও বাদ দেবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 তাহাতে মণ্ডলী বলবান লোকদের মধ্য হইতে বারো সহস্র লোককে সেই স্থানে পাঠাইল, আর তাহাদিগকে এই আজ্ঞা করিল, তোমরা যাও, যাবেশ-গিলিয়দ-নিবাসীদিগকে স্ত্রীলোক ও বালকবালিকাশুদ্ধ খড়্গধারে আঘাত কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 তারা যাবেশ গিলিয়দে 12,000 সৈন্য পাঠাল। সৈন্যদের তারা বলে দিল, “যাবেশ গিলিয়দে গিয়ে সেখানকার প্রতিটি লোককে তরবারি দিয়ে হত্যা করবে। মেয়েদের আর বাচ্চাদের তোমরা ছেড়ে দেবে না। অধ্যায় দেখুন |