বিচারকর্তৃগণ 20:48 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)48 পরে ইস্রায়েল-লোকেরা বিন্যামীন-সন্তানগণের প্রতিকূলে ফিরিয়া নগরস্থ মনুষ্য ও পশু প্রভৃতি যাহা যাহা পাওয়া গেল, সেই সকলকে খড়্গধারে আঘাত করিল; তাহারা যত নগর পাইল, সেই সকল আগুনে পোড়াইয়া দিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস48 পরে বনি-ইসরাইলরা বিন্ইয়ামীন-বংশের লোকদের প্রতিকূলে ফিরে নগরস্থ মানুষ ও পশু প্রভৃতি যা যা পাওয়া গেল, সেই সকলকে তলোয়ার দ্বারা আঘাত করলো; তারা যত নগর পেল, সেসব আগুনে পুড়িয়ে দিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ48 ইস্রায়েলী লোকজন বিন্যামীন গোষ্ঠীর অধিকারভুক্ত এলাকায় ফিরে গেল এবং সব নগরে তরোয়াল চালিয়ে মানুষ, পশুপাল ও আরও যা যা পাওয়া গেল, সেসব ছারখার করে দিল। তারা যত নগর পেল, সেগুলিতে আগুন জ্বালিয়ে দিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)48 ইসরায়েলীরা তারপর ফিরে এসে বিন্যামীন গোষ্ঠীর অধিকারভুক্ত নগরগুলি আক্রমণ করে সেখানকার অধিবাসী ও পশুপাল নির্বিশেষে সকলকে হত্যা করল এবং নগরগুলি আগুনে পুড়িয়ে দিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)48 পরে ইস্রায়েল-লোকেরা বিন্যামীন-সন্তানগণের প্রতিকূলে ফিরিয়া নগরস্থ মনুষ্য ও পশু প্রভৃতি যাহা যাহা পাওয়া গেল, সে সকলকে খড়্গধারে আঘাত করিল; তাহারা যত নগর পাইল, সে সকল আগুনে পোড়াইয়া দিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল48 ইস্রায়েলীয়রা বিন্যামীনদের দেশে ফিরে এল। প্রত্যেক শহরে গিয়ে তারা লোকদের হত্যা করল। জন্তু জানোয়ারদেরও তারা রেহাই দিল না। সামনে যা খুঁজে পেল সব তারা ভেঙ্গে চুরে দিল। যত শহর পেল তার সমস্তই তারা জ্বালিয়ে দিল। অধ্যায় দেখুন |