বিচারকর্তৃগণ 20:47 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)47 কিন্তু ছয়শত লোক প্রান্তরের দিকে ফিরিয়া রিম্মোণ শৈলে পলায়ন করিয়া সেই রিম্মোণ শৈলে চারি মাস বাস করিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস47 কিন্তু ছয় শত লোক মরুভূমির দিকে ফিরে রিম্মোণ শৈলে পালিয়ে গিয়ে সেই রিম্মোণ শৈলে চার মাস বাস করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ47 কিন্তু তাদের মধ্যে 600 জন লোক মরুপ্রান্তরের দিকে পিছু ফিরে রিম্মোণ পাষাণ-পাথরের দিকে পালিয়ে গেল এবং চার মাস তারা সেখানেই থাকল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)47 তাদের মধ্যে ছশো লোক কোনমতে প্রাণ বাঁচিয়ে মরু অঞ্চলের রিম্মোন পাহাড়ে গিয়ে আশ্রয় নিতে পেরেছিল। সেখানে তারা চার মাস থাকল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)47 কিন্তু ছয় শত লোক প্রান্তরের দিকে ফিরিয়া রিম্মোণ শৈলে পলায়ন করিয়া সেই রিম্মোন শৈলে চারি মাস বাস করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল47 অপরদিকে, 600 জন বিন্যামীনের লোক মরুভূমির দিকে গেল। রিম্মোণ শিলাতে গিয়ে তারা সেখানে চার মাস থেকে গেল। অধ্যায় দেখুন |