বিচারকর্তৃগণ 20:12 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)12 পরে ইস্রায়েলের বংশসমূহ বিন্যামীন বংশের সর্বত্র লোক প্রেরণ করিয়া কহিল, তোমাদের মধ্যে এ কি দুষ্কর্ম হইয়াছে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 পরে ইসরাইলের বংশগুলো বিন্ইয়ামীন-বংশের সর্বত্র লোক প্রেরণ করে বললো, তোমাদের মধ্যে এ কি দুষ্কর্ম হয়েছে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 ইস্রায়েলের বিভিন্ন গোষ্ঠী বিন্যামীন গোষ্ঠীভুক্ত এলাকার সর্বত্র লোক মারফত বলে পাঠাল, “তোমাদের মধ্যে এসব কী ভয়াবহ অপকর্ম হয়েছে? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 ইসরায়েলী গোষ্ঠীগুলি বিন্যামীন গোষ্ঠীর কলের কাছে লােক দিয়ে বলে পাঠাল, তোমাদের দেশে এসব কি চলছে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 পরে ইস্রায়েলের বংশসমূহ বিন্যামীন বংশের সর্ব্বত্র লোক প্রেরণ করিয়া কহিল, তোমাদের মধ্যে এ কি দুষ্কর্ম্ম হইয়াছে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 ইস্রায়েল পরিবারগোষ্ঠীর সমস্ত লোকরা বিন্যামীন পরিবারগোষ্ঠীর কাছে দূতের মাধ্যমে খবর পাঠিয়েছিল। খবরটা হচ্ছে: “তোমাদের মধ্যে কিছু লোক যে কদর্য কাজ করেছে সে বিষয়ে তোমাদের বক্তব্য কি? অধ্যায় দেখুন |