বিচারকর্তৃগণ 19:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 তথাপি সেই ব্যক্তি যাইবার জন্য উঠিল; কিন্তু তাহার শ্বশুর তাহাকে সাধ্যসাধনা করিলে সে সেই রাত্রিও তথায় যাপন করিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 তবুও সেই ব্যক্তি যাবার জন্য উঠলো; কিন্তু তার শ্বশুর তাকে সাধ্যসাধনা করলে সে সেই রাত সেখানে থাকল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 আর সেই লোকটি যখন যাওয়ার জন্য উঠে দাঁড়াল, তখন তার শ্বশুরমশাই তাকে অনুরোধ জানাল, তাই সে সেই রাতটিও সেখানে থেকে গেল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 কিন্তু সেই লোকটি যাওয়ার জন্য তৈরী হল। তখন তার শ্বশুর আবার সাধাসাধি করায় সেই রাতেও সে সেখানে থেকে গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 তথাপি সেই ব্যক্তি যাইবার জন্য উঠিল; কিন্তু তাহার শ্বশুর তাহাকে সাধ্যসাধনা করিলে সে সেই রাত্রিও তথায় যাপন করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 লেবীয় তারপর যাবার উদ্যোগ করলে শ্বশুর তাকে আর একরাত্রি থাকতে অনুরোধ করল। অধ্যায় দেখুন |