বিচারকর্তৃগণ 19:26 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)26 তখন রাত্রি পোহাইলে ঐ স্ত্রী তাহার পতির আতিথ্যকারী বৃদ্ধের বাটীর দ্বারে আসিয়া সূর্যোদয় পর্যন্ত পড়িয়া রহিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 তখন রাত পোহালে ঐ স্ত্রী তার স্বামী যে বাড়িতে ছিল বৃদ্ধের সেই বাড়ির দরজার কাছে এসে সূর্যোদয় পর্যন্ত পড়ে রইলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ26 ভোরবেলায় সেই মহিলাটি উঠে যে বাড়িতে তার স্বামী ছিল সেখানে ফিরে গেল, ও দিনের আলো না ফোটা পর্যন্ত দোরগোড়ায় পড়ে রইল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 তখন স্ত্রীলোকটি কোনমতে সেই বৃদ্ধের বাড়ির দরজার কাছে এসে পড়ে গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 তখন রাত্রি পোহাইলে ঐ স্ত্রী পতির আতিথ্যকারী বৃদ্ধের বাটীর দ্বারে আসিয়া সূর্য্যোদয় পর্য্যন্ত পড়িয়া রহিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 রাত পোয়ালে মেয়েটি বাড়িতে ফিরে এল। যেখানে তার স্বামী ছিল। তার দোরগোড়ায় সে অজ্ঞান হয়ে পড়ে গেল। দিনের বেলা পর্যন্ত সে সেখানে এইভাবে পড়ে রইল। অধ্যায় দেখুন |