বিচারকর্তৃগণ 18:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)9 তাহারা কহিল, উঠ, আমরা সেই লোকদের বিরুদ্ধে যাই; আমরা সেই দেশ দেখিয়াছি; আর দেখ, তাহা অতি উত্তম, তোমরা কেন চুপ করিয়া আছ? সেই দেশ অধিকার করিবার জন্য সেখানে যাইতে আলস্য করিও না; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 তারা বললো, উঠ, আমরা সেই লোকদের বিরুদ্ধে যাই; আমরা সেই দেশ দেখেছি; আর দেখ, তা অতি উত্তম, তোমরা কেন চুপ করে আছ? সেই দেশ অধিকার করার জন্য সেখানে যেতে দেরি করো না; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 তারা উত্তর দিল, “চলো, তাদের আক্রমণ করা যাক! আমরা সেই দেশটি দেখলাম, এবং সেটি খুব সুন্দর। তোমরা কি কিছু করবে না? সেখানে গিয়ে সেটি দখল করে নিতে দ্বিধাবোধ কোরো না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 তারা বলল, চল, আমরা গিয়ে ওদের আক্রমণ করি। আমরা দেখে এলাম, চমৎকার দেশ। আর দেরী নয়, চল এগিয়ে যাই। লায়িশ দখল করি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 তাহারা কহিল, উঠ, আমরা সেই লোকদের বিরুদ্ধে যাই; আমরা সেই দেশ দেখিয়াছি; আর দেখ, তাহা অতি উত্তম, তোমরা কেন চুপ করিয়া আছ? সেই দেশ অধিকার করিবার জন্য সেখানে যাইতে আলস্য করিও না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 ঐ পাঁচ জন বলল, “আমরা একটা জায়গা দেখেছি। বেশ ভাল। এবার আমাদের যুদ্ধ করতে হবে। বসে থাকলে চলবে না। চলো জমি দখল করি। অধ্যায় দেখুন |