বিচারকর্তৃগণ 18:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 পুরোহিত তাহাদিগকে কহিল, কুশলে যাও, তোমরা যেখানে যাইবে, তোমাদের পথ সদাপ্রভুর সম্মুখবর্তী। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 ইমাম তাদেরকে বললো, সহিসালামতে যাও, মাবুদ তোমাদের পথের উপর দৃষ্টি রাখছেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 যাজকটি তাদের উত্তর দিল, “শান্তিপূর্বক এগিয়ে যাও। তোমাদের যাত্রায় সদাপ্রভুর অনুমোদন আছে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 পুরোহিত তাদের বলল, তোমরা নিশ্চিন্তে এগিয়ে যাও, এ পরমেশ্বরেরই ইচ্ছা! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 পুরোহিত তাহাদিগকে কহিল, কুশলে যাও, তোমরা যেখানে যাইবে, তোমাদের পথ সদাপ্রভুর সম্মুখবর্ত্তী। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 যাজক ঐ পাঁচ জনকে বলল, “হ্যাঁ, জমি তোমরা পাবে। তোমরা নিশ্চিন্তে যেতে পারো। প্রভু তোমাদের পথ চেনাবেন।” অধ্যায় দেখুন |