Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 18:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

22 তাহারা মীখার বাটী হইতে কিঞ্চিৎ দূরে গেলে পর মীখার বাটীর নিকটস্থ বাটীসমূহের লোকেরা একত্র হইয়া দান-সন্তানগণের কাছে গিয়া উপস্থিত হইল; এবং দান-সন্তানদিগকে ডাকিতে লাগিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

22 তারা মিকাহ্‌র বাড়ি থেকে কিঞ্চিৎ দূরে যাবার পর মিকাহ্‌র বাসস্থানের নিকটস্থ গৃহগুলোর লোকেরা একত্র হয়ে দান-বংশের লোকদের কাছে গিয়ে উপস্থিত হল; তাদেরকে ডাকতে লাগল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

22 মীখার বাড়ি থেকে তারা কিছু দূর যেতে না যেতেই, মীখার বাড়ির কাছে বসবাসকারী লোকদের ডাকা হল এবং তারা দান গোষ্ঠীভুক্ত লোকদের নাগাল ধরে ফেলল।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

22 মীখার বাড়ি থেকে তারা বেশ কিছু দূরে গেছে, এমন সময় মীখা তার প্রতিবেশীদের ডেকে জড়ো করে দান গোষ্ঠীর লোকদের পিছনে দৌড়াতে লাগল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 তাহারা মীখার বাটী হইতে কিঞ্চিৎ দূরে গেলে পর মীখার বাটীর নিকটস্থ বাটীসমূহের লোকেরা একত্র হইয়া দান-সন্তানগণের কাছে গিয়া উপস্থিত হইল; এবং দান-সন্তানদিগকে ডাকিতে লাগিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 সেখান থেকে তারা অনেক দূরে এগিয়ে গেল। কিন্তু মীখার বাড়ির কাছাকাছি লোকরা সব একজায়গায় জড়ো হল। তারপর তারা দানদের পিছু নিয়ে ওদের ধরে ফেলল।

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 18:22
3 ক্রস রেফারেন্স  

আর তাহারা মুখ ফিরাইয়া প্রস্থান করিল, এবং বালক-বালিকা, পশু ও দ্রব্য সামগ্রী আপনাদের সম্মুখে রাখিল।


তাহাতে তাহারা মুখ ফিরাইয়া মীখাকে কহিল, তোমার কি হইয়াছে যে, তুমি এত লোক সঙ্গে করিয়া আসিতেছ?


দান পথে অবস্থিত সর্প, সে মার্গে অবস্থিত ফণী, যে ঘোটকের চরণে দংশন করে, আর তদারোহী ব্যক্তি পশ্চাতে পতিত হয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন