বিচারকর্তৃগণ 18:20 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)20 সে ঐ এফোদ, ঠাকুরগুলি ও ক্ষোদিত প্রতিমা লইয়া সেই লোকদের মধ্যবর্তী হইল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 সে ঐ এফোদ, পারিবারিক দেব মূর্তিগুলো ও খোদাই-করা মূর্তি নিয়ে সেই লোকদের সঙ্গী হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ20 সেই যাজক খুব খুশি হল। সে সেই এফোদ, গৃহদেবতাদের এবং সেই প্রতিমাটি নিয়ে সেই লোকদের সঙ্গে চলে গেল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 এ কথায় পুরোহিত খুব খুশী হয়ে সেই এফোদ, মূর্তি ও বিগ্রহগুলি নিয়ে তাদের সঙ্গে চলল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 তাহাতে পুরোহিতের মন প্রফুল্ল হইল, সে ঐ এফোদ, ঠাকুরগুলা ও ক্ষোদিত প্রতিমা লইয়া সেই লোকদের মধ্যবর্ত্তী হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 কথা শুনে লেবীয় যুবকটি খুশী হল। খোদাই মূর্ত্তি, অন্যান্য মূর্ত্তি, এফোদ এইসব নিয়ে সে দানদের সঙ্গে চলে গেল। অধ্যায় দেখুন |