বিচারকর্তৃগণ 18:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 পরে তাহারা সেই দিকে ফিরিয়া মীখার বাটীতে ঐ লেবীয় যুবকের গৃহে আসিয়া তাহার মঙ্গল জিজ্ঞাসা করিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 পরে তারা সেই দিকে ফিরে মিকাহ্র বাড়িতে ঐ লেবীয় যুবকের বাড়িতে এসে তার মঙ্গল জিজ্ঞাসা করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 অতএব তারা সেদিকে মুখ ফিরিয়ে মীখার বাড়িতে গেল, যেখানে সেই লেবীয় তরুণটি বসবাস করত এবং তারা তাকে অভিবাদন জানাল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 তার তখন মীখার বাড়িতে সেই লেবীয় যুবকের ঘরে গিয়ে তার কুশল জিজ্ঞাসা করল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 পরে তাহারা সেই দিকে ফিরিয়া মীখার বাটীতে ঐ লেবীয় যুবকের গৃহে আসিয়া তাহার মঙ্গল জিজ্ঞাসা করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 তারপর তারা মীখার বাড়িতে এসে পৌঁছল। লেবীয় যুবকটি সেখানে থাকত। তারা তাকে কেমন আছে জিজ্ঞাসা করল। অধ্যায় দেখুন |