Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিচারকর্তৃগণ 17:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

7 তৎকালে যিহূদা গোষ্ঠীর বৈৎলেহম-যিহূদার একজন লোক ছিল, সে লেবীয়, ও সে তথায় প্রবাস করিতেছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 সেই সময়ে এহুদা গোষ্ঠীর বেথেলহেম-এহুদার এক জন লোক ছিল। সে ছিল এক জন লেবীয়, সে সেখানে বাস করছিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 যিহূদার বেথলেহেমে এক তরুণ লেবীয় ছিল, যে যিহূদা গোষ্ঠীভুক্ত লোকজনের সঙ্গে বসবাস করত।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

7 সেই সময়ে যিহূদীয়ার বেথলেহেমে যিহুদা গোষ্ঠীর এক ব্যক্তি বাস করত। সে ছিল একজন প্রবাসী লেবীয় সেবায়েত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 তৎকালে যিহূদা গোষ্ঠীর বৈৎলেহম-যিহূদার একটী লোক ছিল, সে লেবীয়, ও সে তথায় প্রবাস করিতেছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 যিহূদার বৈৎ‌লেহম শহরে একজন লেবীয় ছিল। সে যিহূদার পরিবারগোষ্ঠীতে থাকত।

অধ্যায় দেখুন কপি




বিচারকর্তৃগণ 17:7
10 ক্রস রেফারেন্স  

হেরোদ রাজার সময়ে যিহূদিয়ার বৈৎলেহমে যীশুর জন্ম হইলে পর, দেখ, পূর্বদেশ হইতে কয়েক জন পণ্ডিত যিরূশালেমে আসিয়া কহিলেন,


আর তুমি, হে বৈৎলেহম-ইফ্রাথা, তুমি যিহূদার সহস্রগণের মধ্যে ক্ষুদ্রা বলিয়া অগণিতা, তোমা হইতে ইস্রায়েলের মধ্যে কর্তা হইবার জন্য আমার উদ্দেশে এক ব্যক্তি উৎপন্ন হইবেন; প্রাক্কাল হইতে, অনাদিকাল হইতে তাঁহার উৎপত্তি।


আর কটৎ, নহলাল, শিম্রোণ, যিদালা ও বৈৎ-লেহম; স্ব স্ব গ্রামের সহিত বারোটি নগর।


এইরূপে রাহেলের মৃত্যু হইল, এবং ইফ্রাথ অর্থাৎ বৈৎলেহমের পথের পার্শ্বে তাঁহার কবর হইল।


পরে গিলিয়দীয়েরা ইফ্রয়িমীয়দের বিরুদ্ধে যর্দনের পার ঘাট সকল হস্তগত করিল; তাহাতে ইফ্রয়িমের কোন পলাতক যখন বলিত, আমাকে পার হইতে দেও, তখন গিলিয়দের লোকেরা তাহাকে জিজ্ঞাসা করিত, তুমি কি ইফ্রয়িমীয়?


তাঁহার পরে বৈৎলেহমীয় ইব্‌সন ইস্রায়েলের বিচারকর্তা হইলেন।


হে সৈন্যদল-কন্যা, এখন তুমি সৈন্যদলস্বরূপ হইবে; সে আমাদের বিরুদ্ধে অবরোধ করিল, লোকে দণ্ড দিয়া ইস্রায়েলের বিচারকর্তার হনূতে আঘাত করিবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন