বিচারকর্তৃগণ 15:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 তখন পলেষ্টীয়েরা জিজ্ঞাসা করিল, এই কাজ কে করিল? লোকেরা কহিল, তিম্নায়ীয়ের জামাতা শিম্শোন করিয়াছে; যেহেতু তাহার শ্বশুর তাহার স্ত্রীকে লইয়া তাহার সখাকে দিয়াছে। তাহাতে পলেষ্টীয়েরা আসিয়া সেই স্ত্রীকে ও তাহার পিতাকে আগুনে পোড়াইয়া মারিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 তখন ফিলিস্তিনীরা জিজ্ঞাসা করলো, এই কাজ কে করলো? লোকেরা বললো, তিম্নায়ীয়ের জামাতা শামাউন করেছে; যেহেতু তার শ্বশুর তার স্ত্রীকে নিয়ে তার সখার হাতে তুলে দিয়েছে। তাতে ফিলিস্তিনীরা এসে সেই স্ত্রী ও তার পিতাকে আগুনে পুড়িয়ে মারল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 ফিলিস্তিনীরা যখন জিজ্ঞাসা করল, “কে এই কাজ করেছে?” তখন তাদের বলা হল, “সেই তিম্নীয় লোকটির জামাই শিম্শোন এ কাজ করেছে, কারণ তার স্ত্রীকে তার সহচরের হাতে তুলে দেওয়া হয়েছে।” তখন ফিলিস্তিনীরা গিয়ে সেই মহিলা ও তার বাবাকে আগুনে পুড়িয়ে মারল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 এই দেখে ফিলিস্তিনীরা খোঁজ নিতে লাগল, কে এই কাজ করেছে? তখন শুনল যে তিম্না নিবাসী সেই ভদ্রলোকের জামাই শিমশোন এই কাজ করেছে, কারণ তাঁর স্ত্রীকে তাঁর মিতবরের হাতে তুলে দেওয়া হয়েছে। তখন ফিলিস্তিনীরা গিয়ে সেই মেয়ে ও তার বাবাকে পুড়িয়ে মারল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 তখন পলেষ্টীয়েরা জিজ্ঞাসা করিল, এ কাজ কে করিল? লোকেরা কহিল, তিম্নায়ীয়ের জামাতা শিম্শোন করিয়াছে; যেহেতু তাহার শ্বশুর তাহার স্ত্রীকে লইয়া তাহার সখাকে দিয়াছে। তাহাতে পলেষ্টীয়েরা আসিয়া সেই স্ত্রীকে ও তাহার পিতাকে আগুনে পোড়াইয়া মারিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 পলেষ্টীয়রা জিজ্ঞাসা করল, “কে এসব কাজ করেছে?” কেউ একজন বলল, “শিমশোন করেছে। তিম্নার কোন একজনের জামাতা হচ্ছে এই শিম্শোন। তার এই কাজের কারণ তার শ্বশুর শিম্শোনের স্ত্রীকে অন্য এক সেরা পাত্রের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে।” তাই পলেষ্টীয়রা শিম্শোনের স্ত্রী আর শ্বশুরকে পুড়িয়ে মেরে ফেলল। অধ্যায় দেখুন |