বিচারকর্তৃগণ 15:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 শিম্শোন তাহাদিগকে কহিলেন, এইবার আমি পলেষ্টীয়দের অনিষ্ট করিলেও তাহাদের সম্বন্ধে নির্দোষ হইব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 শামাউন তাদেরকে বললেন, এবার আমি ফিলিস্তিনীদের অনিষ্ট করলেও আমাকে কেউ দোষ দিতে পারবে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 শিম্শোন তাদের বললেন, “এবার আমি ফিলিস্তিনীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েছি; আমি সত্যিই তাদের ক্ষতি করব।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 শিমশোন তাঁদের বললেন, এবার যদি আমি ফিলিস্তিনীদের কিছু করি তাহলে কিন্তু আমার কোন দোষ দিও না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 শিম্শোন তাহাদিগকে কহিলেন, এবার আমি পলেষ্টীয়দের অনিষ্ট করিলেও তাহাদের সম্বন্ধে নির্দ্দোষ হইব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 শিম্শোন বলল, “এখন তোমাদের, মানে পলেষ্টীয়দের ওপর আঘাত হানলে কেউ আর আমাকে দোষ দিতে পারবে না।” অধ্যায় দেখুন |