বিচারকর্তৃগণ 14:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 পরে শিম্শোন ও তাঁহার পিতামাতা তিম্নায় নামিয়া গেলেন, তিম্নাস্থ দ্রাক্ষাক্ষেত্রে উপস্থিত হইলে দেখ, এক যুবা সিংহ শিম্শোনের সম্মুখবর্তী হইয়া গর্জিয়া উঠিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 পরে শামাউন ও তাঁর পিতা-মাতা তিম্নায় নেমে গেলেন, তিম্নাস্থ আঙ্গুর-ক্ষেতে উপস্থিত হলে দেখ, একটি যুব সিংহ শামাউনের সম্মুখে এসে গর্জন করে উঠলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 শিম্শোন তাঁর বাবা-মার সঙ্গে তিম্নায় নেমে গেলেন। তারা তিম্নার দ্রাক্ষাক্ষেতের কাছাকাছি পৌঁছানোমাত্রই, আচমকা এক যুবা সিংহ গর্জন করতে করতে শিম্শোনের দিকে তেড়ে এল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 শিমশোন তাঁর মা-বাবাকে নিয়ে তিম্নাতে গেলেন। তিম্নার দ্রাক্ষাকুঞ্জের মধ্যে দিয়ে তাঁরা যখন যাচ্ছিলেন, সেই সময় কাছে একটি জোয়ান সিংহ তাঁকে দেখে গর্জে উঠল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 পরে শিম্শোন ও তাঁহার পিতামাতা তিম্নায় নামিয়া গেলেন, তিম্নাস্থ দ্রাক্ষাক্ষেত্রে উপস্থিত হইলে দেখ, এক যুবা সিংহ শিম্শোনের সম্মুখবর্ত্তী হইয়া গর্জ্জিয়া উঠিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 পিতামাতাকে নিয়ে শিম্শোন তিম্না শহরে নেমে এল। শহরের কাছাকাছি দ্রাক্ষার ক্ষেত পর্যন্ত তারা চলে এল। সেখানে হঠাৎ একটা য়ুব সিংহ গর্জে উঠে শিম্শোনের উপর ঝাঁপিয়ে পড়ল। অধ্যায় দেখুন |