বিচারকর্তৃগণ 14:1 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)1 আর শিম্শোন তিম্নায় নামিয়া গেলেন, ও তিম্নায় পলেষ্টীয়দের কন্যাদের মধ্যে একজন রমনীকে দেখিতে পাইলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 আর শামাউন তিম্নায় নেমে গেলেন এবং সেই স্থানে ফিলিস্তিনীদের কন্যাদের মধ্যে এক জন রমণীকে দেখতে পেলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 শিম্শোন তিম্নায় নেমে গেলেন ও সেখানে এক যুবতী ফিলিস্তিনী মহিলাকে দেখতে পেলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 শিমশোন একদিন তিম্নাতে গিয়েছিলেন। সেখানে তিনি একটি ফিলিস্তিনী তরুণীকে দেখেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 আর শিম্মোন তিম্নায় নামিয়া গেলেন, ও তিম্নায় পলেষ্টীয়দের কন্যাদের মধ্যে একটী রমণীকে দেখিতে পাইলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 শিম্শোন তিম্না শহরের দিকে নেমে এল। সেখানে সে একজন পলেষ্টীয় নারীকে দেখতে পেল। অধ্যায় দেখুন |