বিচারকর্তৃগণ 11:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 যিপ্তহ গিলিয়দের প্রাচীনবর্গকে কহিলেন, তোমরাই কি আমাকে ঘৃণা করিয়া আমার পিতৃকুল হইতে আমাকে তাড়াইয়া দেও নাই? এখন বিপদগ্রস্ত হইয়াছ বলিয়া আমার কাছে কেন আসিলে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 যিপ্তহ গিলিয়দের প্রাচীন লোকদেরকে বললেন, তোমরাই কি আমাকে ঘৃণা করে আমার পিতৃকুল থেকে আমাকে তাড়িয়ে দাও নি? এখন বিপদগ্রস্ত হয়েছ বলে আমার কাছে কেন আসলে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 যিপ্তহ তাঁদের বললেন, “আপনারা কি আমাকে ঘৃণা করে আমার বাবার বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেননি? এখন যখন অসুবিধায় পড়েছেন, তখন কেন আমার কাছে এসেছেন?” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 যিপ্তাহ্ গিলিয়দের নেতাদের বললেন, তোমরাই না একদিন আমাকে ঘৃণা করে আমার বাবার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে? আজ বিপদে পড়ে আমারই কাছে এসেছ, তাই না? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 যিপ্তহ গিলিয়দের প্রাচীনবর্গকে কহিলেন, তোমরাই কি আমাকে ঘৃণা করিয়া আমার পিতৃকুল হইতে আমাকে তাড়াইয়া দেও নাই? এখন বিপদ্গ্রস্ত হইয়াছ বলিয়া আমার কাছে কেন আসিলে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 যিপ্তহ তাদের বলল, “তোমরাই তো আমাকে ভিটেছাড়া করেছিলে। তোমরা তো আমায় ঘৃণা কর। তাহলে এখন কেন আবার বিপদে পড়েছো বলে আমার কাছে এসেছ?” অধ্যায় দেখুন |