বিচারকর্তৃগণ 10:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 তাঁহার ত্রিশ জন পুত্র ছিল, এবং তাহারা ত্রিশটি গর্দভে চড়িয়া বেড়াইত; এবং তাহাদের ত্রিশটি নগর ছিল; গিলিয়দ দেশস্থ সেই সকল নগরকে অদ্যাপি হবোৎ-যায়ীর বলা হয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 তাঁর ত্রিশজন পুত্র ছিল এবং তারা ত্রিশটি গাধার পিঠে চড়ে বেড়াত। তাদের ত্রিশটি নগর ছিল, আর গিলিয়দ দেশস্থ সেসব নগরকে আজও হবোৎ-যায়ীর বলা হয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 তাঁর ত্রিশজন ছেলে ছিল, যারা ত্রিশটি গাধার পিঠে চড়ে ঘুরে বেড়াত। গিলিয়দে ত্রিশটি নগর তারা নিয়ন্ত্রণ করত, যেগুলি আজও হবোৎ-যায়ীর নামে পরিচিত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 তাঁর ত্রিশ জন ছেলে ছিল, তারা ত্রিশটি গাধার পিঠে চড়ে ঘুরে বেড়াত। তাদের দখলে ত্রিশটি জনপদ ছিল। গিলিয়দ প্রদেশের এই জনপদগুলি আজও যায়ীরের গ্রাম নামে পরিচিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 তাঁহার ত্রিশটী পুত্র ছিল, তাহারা ত্রিশ গর্দ্দভে চড়িয়া বেড়াইত; এবং তাহাদের ত্রিশ নগর ছিল; গিলিয়দ দেশস্থ সেই সকল নগরকে অদ্যাপি হবোৎ-যায়ীর বলা যায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 তার 30 জন পুত্র ছিল। তারা 30টি গাধায় চড়ে বেড়াত। তারা গিলিয়দের 30টি শহরের দেখাশোনা করত। এমনকি আজও সবাই এই শহরগুলোকে যায়ীরের শহর বলেই জানে। অধ্যায় দেখুন |