বিচারকর্তৃগণ 1:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 যিহূদা যাত্রা করিল, আর সদাপ্রভু তাহাদের হস্তে কনানীয় ও পরিষীয়দিগকে সমর্পণ করিলেন; আর তাহারা বেষকে তাহাদের দশ সহস্র লোককে বধ করিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 এহুদা-বংশ যুদ্ধে যাত্রা করলো, আর মাবুদ তাদের হাতে কেনানীয় ও পরিষীয়দেরকে তুলে দিলেন; আর তারা বেষকে তাদের দশ হাজার লোককে হত্যা করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 যিহূদা গোষ্ঠীর লোকেরা যখন আক্রমণ করল, সদাপ্রভু তাদের হাতে কনানীয় ও পরিষীয়দের সমর্পণ করলেন, এবং তারা বেষকে 10,000 লোককে হত্যা করল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 তখন শিমিয়োন ও যিহূদা গোষ্ঠী একসাথে যুদ্ধ যাত্রা করল। পরমেশ্বর কনানী ও পরিষী জাতির লোকদের তাদের হাতে সমর্পণ করলেন। তারা বেষেকে শত্রু পক্ষের দশ হাজার লোককে হত্যা করল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 যিহূদা যাত্রা করিল, আর সদাপ্রভু তাহাদের হস্তে কনানীয় ও পরিষীয়দিগকে সমর্পণ করিলেন; আর তাহারা বেষকে তাহাদের দশ সহস্র লোককে বধ করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 প্রভুর সাহায্যে যিহূদার লোকরা কনানীয় ও পরিষীয়দের পরাজিত করল। তারা বেষক শহরের 10,000 লোককে হত্যা করেছিল। অধ্যায় দেখুন |