বিচারকর্তৃগণ 1:25 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)25 তাহাতে সে তাহাদিগকে নগর-প্রবেশের পথ দেখাইয়া দিল, আর তাহারা খড়্গধারে সেই নগরবাসীদিগকে আঘাত করিল, কিন্তু ঐ ব্যক্তিকে ও তাহার সমস্ত গোষ্ঠীকে ছাড়িয়া দিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 তাতে সে তাদেরকে নগরের প্রবেশ-পথ দেখিয়ে দিল, আর তারা তলোয়ার দ্বারা সেই নগরবাসীদেরকে আঘাত করলো, কিন্তু ঐ ব্যক্তিকে ও তার সমস্ত গোষ্ঠীকে ছেড়ে দিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 তাই সে তাদের তা দেখিয়ে দিল এবং তারা নগরে প্রবেশ করে তরোয়াল দ্বারা নগরবাসীদের হত্যা করল কিন্তু সেই লোকটিকে ও তার সমগ্র পরিবারকে অব্যাহতি দিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 সে তাদের নগরের প্রবেশপথ দেখিয়ে দিল। তারা তখন নগর আক্রমণ করে সকলকে হত্যা করল। কেবলমাত্র সেই লোকটি ও তার পরিবারের লোকজনকে রেহাই দিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 তাহাতে সে তাহাদিগকে নগর-প্রবেশের পথ দেখাইয়া দিল, আর তাহারা খড়গধারে সেই নগরবাসীদিগকে আঘাত করিল, কিন্তু ঐ ব্যক্তিকে ও তাহার সমস্ত গোষ্ঠীকে ছাড়িয়া দিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 লোকটি শহরে প্রবেশের গুপ্তপথ দেখিয়ে দিল। যোষেফের লোকরা তরবারি দিয়ে বৈথেলবাসীদের হত্যা করল। কিন্তু সাহায্যকারী ঐ লোকটিকে তারা কিছু করল না। লোকটির পরিবারকেও কিছু করল না। তাদের ছেড়ে দিল যাতে তারা যেখানে খুশি সেখানে যেতে পারে। অধ্যায় দেখুন |