বিচারকর্তৃগণ 1:24 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)24 আর সেই প্রহরীরা ঐ নগর হইতে একজনকে বাহিরে আসিতে দেখিয়া তাহাকে কহিল, বিনয় করি, নগর-প্রবেশের পথ আমাদিগকে দেখাইয়া দেও; তাহা হইলে আমরা তোমার প্রতি দয়া করিব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 আর সেই প্রহরীরা ঐ নগর থেকে এক জনকে বাইরে আসতে দেখে তাকে বললেন, আরজ করি, নগরের প্রবেশ-পথ আমাদেরকে দেখিয়ে দাও; তা হলে আমরা তোমার প্রতি রহম করবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 গুপ্তচরেরা একটি লোককে নগর থেকে বেরিয়ে আসতে দেখে তাকে বলল, “এই নগরে প্রবেশ করার পথ আমাদের দেখিয়ে দাও ও আমরা দেখব যেন তোমার প্রতি সদয় ব্যবহার করা হয়।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 গুপ্তচরেরা সেই নগর থেকে একটি লোককে বেরিয়ে আসতে দেখে তাকে বলল, এই নগরে প্রবেশ করার পথ যদি দেখিয়ে দাও তাহলে আমরা তোমার কোন ক্ষতি করব না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 আর সেই প্রহরীরা ঐ নগর হইতে এক জনকে বাহিরে আসিতে দেখিয়া তাহাকে কহিল, বিনয় করি, নগরপ্রবেশের পথ আমাদিগকে দেখাইয়া দেও; তাহা হইলে আমরা তোমার প্রতি দয়া করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 গুপ্তচররা যখন বৈথেল শহরটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল তখন তারা সেখান থেকে একটি লোককে বেরিয়ে আসতে দেখল। তারা লোকটিকে বলল, “শহরে ঢোকার গুপ্ত পথটা আমাদের দেখাও। আমরা শহর আক্রমণ করব, কিন্তু তুমি আমাদের সাহায্য করলে তোমাকে আমরা কিছু করব না।” অধ্যায় দেখুন |