ফিলীমন 1:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 আমি আমার প্রার্থনাকালে তোমার নাম উল্লেখ করিয়া সর্বদা আমার ঈশ্বরের ধন্যবাদ করিয়া থাকি, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 আমি আমার মুনাজাতের সময় তোমার নাম উল্লেখ করে সব সময় আমার আল্লাহ্র শুকরিয়া করে থাকি, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 আমার প্রার্থনায় তোমাকে স্মরণ করার সময় আমি প্রতিনিয়ত আমার ঈশ্বরকে ধন্যবাদ দিই, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 আমার প্রার্থনায় আমি তোমার কথা উল্লেখ করে সর্বদা আমার আরাধ্য ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাই, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 আমি আমার প্রার্থনাকালে তোমার নাম উল্লেখ করিয়া সর্ব্বদা আমার ঈশ্বরের ধন্যবাদ করিয়া থাকি, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 আমি যখন প্রার্থনার সময় তোমাদের মনে করি, তখন তোমাদের জন্য সর্বদা আমার ঈশ্বরকে ধন্যবাদ দিই। অধ্যায় দেখুন |