ফিলীমন 1:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)10 আমি নিজ বৎসের বিষয়ে, বন্ধন-দশায় যাহাকে জন্ম দিয়াছি, সেই ওনীষিমের বিষয়ে তোমাকে বিনতি করিতেছি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 আমি নিজের সন্তানের বিষয়ে, কারাগারে বন্দী অবস্থায় যাকে জন্ম দিয়েছি, সেই ওনীষিমের বিষয়ে তোমাকে ফরিয়াদ করছি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 আমার ছেলে ওনীষিমের জন্য আমি তোমাকে মিনতি করছি যাকে আমি বন্দিদশায় ছেলেরূপে পেয়েছি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 তোমাকে অনুরোধ করছি ওনীসিমের* জন্য, বন্দীদশায় আমি যাকে পুত্ররূপে লাভ করেছি, আমি তার আধ্যাত্মিক জীবনের পিতা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 বন্ধন-দশায় যাহাকে জন্ম দিয়াছি, সেই ওনীষিমের বিষয়ে তোমাকে বিনতি করিতেছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 কারাগারে থাকাকালীন যে ওনীসিমাসকে পুত্ররূপে পেয়েছি তার হয়ে তোমাকে আমার অনুরোধ জানাই। অধ্যায় দেখুন |