ফিলিপীয় 3:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 সেই কুকুরদের হইতে সাবধান, সেই দুষ্ট কার্যকারীদের হইতে সাবধান, সেই অঙ্গচ্ছেদনকারিগণ হইতে সাবধান। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 সেই কুকুরদের থেকে সাবধান, সেই দুষ্ট কার্যকারীদের থেকে সাবধান, সেই খৎনা-পন্থীদের থেকে সাবধান! অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 যারা দুষ্কর্ম করে, যারা অঙ্গচ্ছেদ ঘটায়, সেইসব কুকুর থেকে সাবধান থেকো। তাদের সম্বন্ধে সতর্ক হও। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 ঐ কুকুরদের সম্পর্কে সাবধান। ওদের অপকর্ম, অঙ্গহানিকর ক্রিয়াকলাপ থেকে সাবধান হও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 সেই কুকুরদের হইতে সাবধান, সেই দুষ্ট কার্য্যকারীদের হইতে সাবধান, সেই ছিন্ন লোকদের হইতে সাবধান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 “কুকুরদের” থেকে সাবধান! যারা মন্দ কাজ করে ও যারা দেহকে ছিন্নভিন্ন করতে চায় তাদের থেকে সাবধান! অধ্যায় দেখুন |