ফিলিপীয় 2:25 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)25 পরন্তু আমার ভ্রাতা, সহকর্মী ও সহসেনা, এবং তোমাদের প্রেরিত ও আমার প্রয়োজনীয় উপকারার্থক সেবক ইপাফ্রদীতকে তোমাদের নিকটে পাঠাইয়া দেওয়া আমার আবশ্যক বোধ হইল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 আমার ভাই, সহকর্মী ও সহসেনা ইপাফ্রদীত, যাকে তোমারা আমার সেবাকারী হিসেবে ও আমার প্রয়োজন মিটাবার জন্য পাঠিয়ে দিয়েছিলে, তাকে তোমাদের কাছে পাঠিয়ে দেওয়া আমি দরকার মনে করলাম। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 কিন্তু আমার মনে হয়, আমার ভাই, সহকর্মী ও সংগ্রামী-সঙ্গী ইপাফ্রদীত, যিনি তোমাদেরও সংবাদবাহক এবং আমার প্রয়োজনের দায়িত্ব গ্রহণের জন্য যাঁকে তোমরা পাঠিয়েছিলে, তাঁকে তোমাদের কাছে ফেরত পাঠানো প্রয়োজন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 আমার ধর্মভাই, সহকর্মী ও সংগ্রামের সঙ্গী ইপাফ্রদীত, যাঁকে প্রতিনিধির মত তোমরা আমার দেখাশোনা করার জন্য পাঠিয়েছিলে, তাঁকেও তোমাদের কাছে পাঠানো সঙ্গত মনে করছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 পরন্তু আমার ভ্রাতা, সহকর্ম্মী ও সহসেনা, এবং তোমাদের প্রেরিত ও আমার প্রয়োজনীয় উপকারার্থক সেবক ইপাফ্রদীতকে তোমাদের নিকটে পাঠাইয়া দেওয়া আমার আবশ্যক বোধ হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 ইপাফ্রদীত খ্রীষ্টেতে আমার ভাই, খ্রীষ্টের সেনাদলে তিনি আমার এক সহকর্মী ও সেবক। আমার প্রয়োজনের সময় তোমরা তাঁকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিলে। আমি এখন ভাবছি যে তাঁকে তোমাদের কাছে ফেরৎ পাঠানোর প্রয়োজন। অধ্যায় দেখুন |