ফিলিপীয় 2:19 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)19 আমি প্রভু যীশুতে প্রত্যাশা করিতেছি যে, তীমথিয়কে শীঘ্রই তোমাদের কাছে পাঠাইব, যেন তোমাদের অবস্থা জানিয়া আমারও প্রাণ জুড়ায়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 আমি ঈসা মসীহে প্রত্যাশা করছি যে, তীমথিকে শীঘ্রই তোমাদের কাছে পাঠাব যেন তোমাদের অবস্থা জেনে আমারও প্রাণ জুড়ায়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 আমি প্রভু যীশুতে আশা করি, তিমথিকে অচিরেই তোমাদের কাছে পাঠাতে পারব, তাহলে তোমাদের সংবাদ পেয়ে আমিও আশ্বস্ত হব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 আমি আশা করি প্রভু যীশুর কৃপায় তিমথীকে শীঘ্রই তোমাদের কাছে পাঠাতে পারব, তাহলে তার কাছে তোমাদের সংবাদ পেয়ে আমি খুশী হব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 আমি প্রভু যীশুতে প্রত্যাশা করিতেছি যে, তীমথিয়কে শীঘ্রই তোমাদের কাছে পাঠাইব, যেন তোমাদের অবস্থা জানিয়া আমারও প্রাণ জুড়ায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 আমি আশা করছি, প্রভু যীশুর সাহায্যে শীঘ্রই তোমাদের কাছে তীমথিয়কে পাঠাব, যেন তোমাদের খবরা-খবর জেনে আমি আশ্বস্ত হই। অধ্যায় দেখুন |