ফিলিপীয় 1:26 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)26 যেন তোমাদের কাছে আমার পুনরাগমন দ্বারা খ্রীষ্ট যীশুতে তোমাদের শ্লাঘা আমাতে উপচিয়া পড়ে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 যেন তোমাদের কাছে আমার ফিরে আসবার মধ্য দিয়ে মসীহ্ ঈসাতে তোমাদের যে গর্ব তা আমার মধ্যে উপচে পড়ে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ26 যেন তোমাদের মধ্যে আমার পুনরায় অবস্থিতির জন্য খ্রীষ্ট যীশুতে তোমাদের আনন্দ, আমার কারণে উপচে পড়তে পারে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 এবং তোমাদের মাঝে আমাকে আবার যখন ফিরে পাবে তখন আমার জন্য তোমরা খ্রীষ্ট যীশুর নামে আরও বেশী গর্ব করতে পারবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 যেন তোমাদের কাছে আমার পুনরাগমন দ্বারা খ্রীষ্ট যীশুতে তোমাদের শ্লাঘা আমাতে উপচিয়া পড়ে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 এর ফলে যখন আমি আবার তোমাদের কাছে যাব তখন খ্রীষ্ট যীশুতে আমার সম্বন্ধে তোমাদের গর্ব করার আরো কারণ থাকবে। অধ্যায় দেখুন |