প্রেরিত্ 9:33 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)33 সেই স্থানে তিনি ঐনিয় নামে এক ব্যক্তির দেখা পান; সে আট বৎসর শয্যাগত ছিল, তাহার পক্ষাঘাত হইয়াছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস33 সেই স্থানে তিনি ঐনিয় নামে এক ব্যক্তির দেখা পান যে পক্ষাঘাত রোগে আট বছর যাবৎ বিছানায় পড়ে ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ33 সেখানে তিনি ঐনিয় নামে এক ব্যক্তির সন্ধান পেলেন, সে ছিল পক্ষাঘাতগ্রস্ত ও আট বছর যাবৎ শয্যাশায়ী। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)33 সেখানে ঐনিয় নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর দেখা হল। সে আট বছর ধরে পক্ষাঘাত রোগে শয্যাশায়ী হয়ে পড়েছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)33 সেই স্থানে তিনি ঐনিয় নামে এক ব্যক্তির দেখা পান, সে আট বৎসর শয্যাগত ছিল, তাহার পক্ষাঘাত হইয়াছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল33 লুদ্দায় তিনি ঐনিয় নামে একজন পঙ্গু লোকের দেখা পান; সে আট বছর ধরে পক্ষাঘাতে শয্যাশায়ী ছিল। অধ্যায় দেখুন |