প্রেরিত্ 8:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 আর লোকসমূহ ফিলিপের কথা শুনিয়া ও তাঁহার কৃত চিহ্ন-কার্য সকল দেখিয়া একচিত্তে তাঁহার কথায় অবধান করিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 আর লোকেরা ফিলিপের কথা শুনে ও তাঁর কৃত চিহ্ন-কাজগুলো দেখে মন দিয়ে তাঁর কথা শুনল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 সব লোক যখন ফিলিপের কথা শুনল ও তিনি যেসব অলৌকিক চিহ্নকাজ করছিলেন, তা দেখল, তারা তাঁর কথায় গভীর মনোনিবেশ করল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 ফিলিপের কথা শুনে আর তাঁর সমস্ত অলৌকিক কাজ দেখে সকলে তাঁর প্রচারে আকৃষ্ট হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 আর লোকসমূহ ফিলিপের কথা শুনিয়া ও তাঁহার কৃত চিহ্ন-কার্য্য সকল দেখিয়া একচিত্তে তাঁহার কথায় অবধান করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 লোকরা যখন ফিলিপের কথা শুনল এবং তিনি যে সব অলৌকিক কাজ করছিলেন তা দেখল, তখন তাঁর কথায় আরো মন দিল। অধ্যায় দেখুন |