প্রেরিত্ 8:35 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)35 তখন ফিলিপ মুখ খুলিয়া শাস্ত্রের সেই বচন হইতে আরম্ভ করিয়া তাঁহার কাছে যীশু-বিষয়ক সুসমাচার প্রচার করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস35 তখন ফিলিপ মুখ খুলে পাক-কিতাবের সেই কথা থেকে আরম্ভ করে তাঁর কাছে ঈসার বিষয়ে সুসমাচার তবলিগ করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ35 তখন তাঁর কাছে ফিলিপ শাস্ত্রের সেই অংশ থেকে শুরু করে যীশুর বিষয়ে সুসমাচার প্রচার করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)35 ফিলিপ তখন শাস্ত্রের এই অংশ থেকে আরম্ভ করে যীশুর জীবন কাহিনীর সুসমাচার পর্যন্ত সব বলতে লাগলেন তাঁকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)35 তখন ফিলিপ মুখ খুলিয়া শাস্ত্রের সেই বচন হইতে আরম্ভ করিয়া তাঁহার কাছে যীশু-বিষয়ক সুসমাচার প্রচার করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল35 তখন ফিলিপ শাস্ত্রের সেই অংশ থেকে শুরু করে যীশুর বিষয়ে সুসমাচার তাঁকে জানালেন। অধ্যায় দেখুন |