প্রেরিত্ 8:31 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)31 তিনি কহিলেন, কেহ আমাকে বুঝাইয়া না দিলে কেমন করিয়া বুঝিতে পারিব? পরে তিনি ফিলিপকে আপনার কাছে উঠিয়া বসিতে নিবেদন করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস31 তিনি বললেন, কেউ আমাকে বুঝিয়ে না দিলে কেমন করে বুঝতে পারব? পরে তিনি ফিলিপকে তাঁর কাছে উঠে বসতে অনুরোধ করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ31 তিনি বললেন, “কেউ আমাকে এর ব্যাখ্যা না করে দিলে, আমি কী করে বুঝতে পারব?” সেই কারণে তিনি ফিলিপকে তাঁর কাছে উঠে বসার জন্য আমন্ত্রণ জানালেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31 তিনি উত্তরে বললেন, কেউ যদি আমাকে বুঝিয়ে না দেয়ে, তাহলে কি করে আমি বুঝব? তিনি ফিলিপকে রথে উঠে এসে তাঁর সঙ্গে বসতে আমন্ত্রণ জানালেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 তিনি কহিলেন, কেহ আমাকে বুঝাইয়া না দিলে কেমন করিয়া বুঝিতে পারিব? পরে তিনি ফিলিপকে আপনার কাছে উঠিয়া বসিতে নিবেদন করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল31 তিনি বললেন, “কি করে বুঝব যদি বুঝিয়ে দেওয়ার কেউ না থাকে?” আর তিনি ফিলিপকে রথে উঠে এসে তার কাছে বসতে বললেন। অধ্যায় দেখুন |