প্রেরিত্ 8:28 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)28 পরে ফিরিয়া যাইতেছিলেন, এবং আপন রথে বসিয়া যিশাইয় ভাববাদীর গ্রন্থ পাঠ করিতেছিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 পরে ফিরে যাচ্ছিলেন এবং তাঁর রথে বসে ইশাইয়া নবীর কিতাব পাঠ করছিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ28 তাঁর বাড়ি ফেরার পথে, তিনি তাঁর রথে বসে ভাববাদী যিশাইয়ের পুস্তকটি পাঠ করছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 পরে ফিরিয়া যাইতেছিলেন, এবং আপন রথে বসিয়া যিশাইয় ভাববাদীর গ্রন্থ পাঠ করিতেছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 ফেরার পথে তিনি তাঁর রথে বসে ভাববাদী যিশাইয়র পুস্তক থেকে পড়ছিলেন। অধ্যায় দেখুন |